ফোন জীবাণু মুক্ত রাখবেন যেভাবে


ক্ষতিকর জীবাণু যেকোন অবস্থাতে যেকোনভাবেই ছড়াতে পারে। মাধ্যমগুলো ভিন্ন হতে পারে। দৈনিক ব্যবহার্য জিনিসগ যেমন মোবাইলফোনও জীবাণু ছড়ানোর মাধ্যমগুলোর মধ্যে অন্যতম। দিনে বহুবার আমরা মোবাইলফোন হাতে নিয়ে থাকি। অথচ আমরা অনেকেই জানতামনা যে, এই মোবাইল ফোনে ১৭ হাজারেরও বেশি জীবাণু বেঁচে থাকতে পারে। 

ফোন জীবাণু মুক্ত রাখবেন যেভাবে
এইসব জীবাণু, যেকোনো ক্ষতিকর জীবাণুই হতে পারে। তাই নিজেরর মোবাইল ফোন কিভাবে জীবাণু মুক্ত রাখবেন, কিংবা যারা নিজের ফোন সবসময় পরিষ্কার রাখার কথা ভাবেন, তাদের জন্যেই আজকের লেখাটি। তাহলে চলুন জেনে নেই ফোন পরিষ্কার রাখার প্রক্রিয়াটি।

মোবাইল ফোন জীবাণু মুক্ত রাখতে কি কি করতে হবে, সেই বিষয়ে গুগল এবং অ্যাপল তাদের সাপোর্ট পেইজে গাইডলাইন দিয়েছে যেটার আংশিক সবার জন্য দেওয়া হল। গাইডলাইনে বলা হয়েছে,শুকনো তোয়ালে উষ্ণ পানিতে ভিজিয়ে ফোনের ব্যাক প্যানেল এবং ডিস্প্লে মুছতে হবে। এই টিপসটি দিয়েছে অ্যাপল অপরদিকে, গুগল বলেছে, কম ক্ষারযুক্ত সাবান পানির মিশ্রন দিয়ে ফোন পরিষ্কার করা যাবে।

যে ফোনগুলো সাবান পানি দিয়ে ধুয়া যাবে সেই ফোন গুলো হল আইফোন , আইফোন প্লাস, আইফোন , আইফোন প্লাস, আইফোন ১০, আইফোন ১০আর, আইফোন ১০ এস, আইফোন ১০ এস ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, গ্যালাক্সি এস৭, গ্যালাক্সি এস৭ এজ, গ্যালাক্সি এস৮, গ্যালাক্সি এস৮ প্লাস, গ্যালাক্সি এস৯, গ্যালাক্সি এস৯ প্লাস, গ্যালাক্সি এস ১০, গ্যালাক্সি এস ১০ প্লাস, গ্যালাক্সি ফোল্ড, পিক্সেল , পিক্সেল পিক্সেল

তবে, একটা বিষয় অবশ্যই লক্ষ রাখতে হবে যে, ফোন পরিষ্কার করার সময়, ফোন যাতে সুইচড অফ থাকে। এবং, যদি চার্জার কিংবা ক্যাবল লাগান অবস্থায় থাকে, তাহলে সেগুলো খুলে রাখতে হবে। শুস্ক পরিষ্কার কাপড় সাবান পানিতে ভিজিয়ে, ফোনের চারপাশ ভাল করে পরিষ্কার করতে হবে। তারপর, ভিন্ন একটি শুষ্ক কাপড় দিয়ে মোবাইল ফোনটি মুছতে হবে।

এভাবে, প্রায়শই আপনি আপনার ফোন জীবাণু মুক্ত রাখবেন রাখতে পারেন।

কোন মন্তব্য নেই

Jason Morrow থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.