কালাচাঁদপুরের ৩ গারো মহিলা লাঞ্ছিত হওয়ার ঘটনাটি টাকায় মীমাংসা!
গত ১৭ মে ঢাকার কালাচাঁদপুরের বাড়িওয়ালা কর্তৃক একই পরিবারের মা-মেয়ে সহ ৩ গারো মহিলার লাঞ্ছিত হওয়ার ঘটনাটি শেষ পর্যন্ত উভয় পক্ষের উপস্থিতিতে ১ লক্ষ ৬ হাজার টাকায় মীমাংসা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
![]() |
কালাচাঁদপুরের ৩ গারো মহিলা লাঞ্ছিত হওয়ার ঘটনাটি টাকায় মীমাংসা! প্রতীকী ছবি। |
অত্র এলাকার কাউন্সিলর জাকির হোসেন বাবুল, গুলশান থানার এসআই বেলাল হোসেন ও অত্র এলাকার কয়েকজন গারো নেতৃবৃন্দ মিলে মীমাংসাটি নিষ্পত্তি করেছেন বলে জানা গিয়েছে।
আগামী ২৪ মে সন্ধ্যায় উভয় পক্ষের উপস্থিতিতে অত্র এলাকার কাউন্সিলর জাকির হোসেন বাবুলের হাতে ১ লক্ষ ৬ হাজার টাকা বুঝিয়ে দেবেন বাড়িওয়ালা নজরুল ইসলাম।
এবং ১লা জুন থেকে ভাড়া বাসায় না থাকা, এবং ঘর ভাড়া মওকুফের বিষয়টিও নিশ্চিত করেছেন ভিকটিম শুভ্রা ঘাগ্রার মাসি। পাশাপাশি, মীমাংসাটি নিষ্পত্তির সময়
বাড়িওয়ালা, ছেলে এবং স্ত্রী মিলে ভিকটিম পরিবারের নিকট ক্ষমা প্রার্থনা করেন বলে জানা
গিয়েছে।
কোন মন্তব্য নেই