ফেসবুকে নাকি থাকছেনা গ্রুপ চ্যাটের সুযোগ!
![]() |
ফেসবুকে নাকি থাকছেনা গ্রুপ চ্যাটের সুযোগ! |
গ্রুপ চ্যাট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জানা গেছে, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা রক্ষার্থেই একই এই সিদ্ধান্ত হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এই সিদ্ধান্ত কার্যকরী করার সম্ভাব্য তারিখ ২২শে আগস্ট।
তবে, গ্রূপ চ্যাট করতে না পারলেও, গ্রাহকরা তাদের পূর্বের হিস্টোরি দেখতে পারবে বলে আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ সেবা তুলে দিয়ে, নতুন নতুন সেবা প্রদানের বিষয় বিশেষ নজর দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত শুক্রবার (১৬ আগস্ট) কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক-এ প্রকাশিত এক পোস্টে এসব তথ্য প্রকাশ করার বিষয়টি সম্পর্কে এক বার্তা দেওয়ার ব্যাপারে জানতে পারা গেছে। তবে, গ্রূপ চ্যাট বন্ধ হয়ে যাওয়ার সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে গ্রাহকদের মনে। অনেকেই বলছেন, এই খবরটি সত্য নয়।
কোন মন্তব্য নেই