বিদেশি বিনিয়োগ পেল বাংলাদেশি ‘ইকুরিয়ার’, টাকার অংকে ৩০০ কোটি!


বিদেশি বিনিয়োগ পেল বাংলাদেশি ‘ইকুরিয়ার’, টাকার অংকে ৩০০ কোটি!



হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ই-কমার্স কুরিয়ার সেবা ইকুরিয়ার। ইকুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ প্রথম আলোকে বিনিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন (সংগ্রহঃ প্রথম আলো) 

বাংলাদেশি স্টার্টআপটির মূল্যায়ন করা হয়েছে ৩০০ কোটি টাকা। অবশ্য বিনিয়োগের পরিমাণ প্রকাশ করা হয়নি।

'ইকুরিয়ার' বিনিয়োগের প্রাথমিক শুরু করেছিল ২০১৫ সালের শুরুর দিকে। এবং কুরিয়ার সেবাদাতা হিসেবে, সে বছর থেকেই কার্যক্রম শুরু করে ‘ইকুরিয়ার’। বর্তমানে, বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবসায় সেবাদাতা হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ঢাকার বাইরে সহজে পণ্য পৌঁছে দেওয়া, এবং, নিরাপদ ও দ্রুত পণ্য ডেলিভারীর সুবিধার্থে উন্নতমানের ওয়্যারহাউজ সুবিধা বাড়ানোর কথা বলেছেন ‘ইকুরিয়ার’-এর নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ। তাছাড়া গ্রাহকদের আস্থা এবং বিশ্বাস অর্জনের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি।

ইকুরিয়ার বর্তমানে বাংলাদেশের ৬০টি জেলা এবং এক হাজারেরও বেশি ইউনিয়ন পর্যায়ে সেবা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩৫৯ জন বেশি কর্মী রয়েছে।

কোন মন্তব্য নেই

Jason Morrow থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.