সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত হওয়া ৩ রোগী


সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত হওয়া ৩ রোগী


আজ বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, সকাল ১১ টার দিকে ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। এসময় খুশি হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ (ফমেক) হাসপাতালের ডাক্তার ও নার্সরা তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন। সাথে সাথে সেই এলাকা থেকে লকডাউন প্রত্যাহার করা হয়।

সুস্থ হয়ে বাড়ি ফেরা এই তিনজন হলেন বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের মো. শাহাবুদ্দিন (৪৭), নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গি গ্রামের আব্দুল খলিলুর রহমান বেপারী (৬২), ও তার স্ত্রী জেসমিন আক্তার বুলু (৪৮)।

এদের মধ্যে খলিলুর রহমান গত ১৩ এপ্রিল করোনায় আক্রান্ত হন, এর চারদিন পর পর্যায়ক্রমে তার স্ত্রী জেসমিন আক্তারের রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকেও ফমেক হাসপাতালে ভর্তি করা হয়। এবং ঐ দিনই এলাকাটি লকডাউন ঘোষণা করা হয়।

দু’দফায় তাদের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করার পর রিপোর্ট নেগেটিভ আসায় তাদের আজকে হসপিটাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

ফমেক হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫ জন, এবং আক্রান্ত হয় ভর্তি আছেন আরও ২ জন।

কোন মন্তব্য নেই

Jason Morrow থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.