রাজধানীর কালাচাঁদপুরে গারো পরিবারকে মারধর
![]() |
রাজধানীর কালাচাঁদপুরে গারো পরিবারকে মারধর |
সম্প্রতি রাজধানীর কালাচাঁদপুর এলাকায়
একটি গারো পরিবারের চার সদস্যকে মারধর করে বাসার বাইরে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি
এখনো তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই)
মো. বেলাল হোসেন। পরবর্তীতে, রাতে আক্রান্তদেরকে বাসায় তুলে দিয়ে আসেন গুলশান থাকার
দু’জন পুলিশ সদস্য।
এই ঘটনায় সোমবার বিকালে বাসার মালিক মো. নজরুল, তাঁর স্ত্রী
ও ছেলের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ৭৬৯। তবে, বাদীপক্ষের
সকল অভিযোগ অস্বীকার করেছেন বাসার মালিক।
এদিকে মামলাকে কেন্দ্র করে দুই
পক্ষের মধ্যে বিপরীতমুখী কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে। বাদীপক্ষ
শুভ্রা ঘাগ্রা বলেন, ‘করোনার কারনে ঠিকমতো কাজে যেতে পারিনি, বেতন পায়নি সময়মত,
তাই বাসা ভাড়া দিতে পারিনি। আর এই জন্যেই বাসার মালিক আমাদেরকে মারধর করেছেন, এবং বাসা
থেকে বের করে দিয়েছেন।“
অন্যদিকে বাসা মালিক বলেন, “বারবার অনুরোধ করার পরও ওই ভাড়াটে
পরিবারের সদস্যরা লকডাউন না মেনে ভবনের ভেতরে বহিরাগতদের নিয়ে ঢুকেন। এই নিয়ে কথা কাটাকাটির
এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।“
কোন মন্তব্য নেই