কোভিড-১৯ | ঢাকার বাইরে যেতে এবং ভেতরে আসতে লাগবে পুলিশের বিশেষ পাস!
![]() |
ঢাকার বাইরে যেতে এবং ভেতরে আসতে লাগবে পুলিশের বিশেষ পাস |
এখন
থেকে বিশেষ প্রয়োজনে রাজধানী ঢাকার বাইরে বের হতে এবং ঢাকার ভেতরে ঢুকতে লাগবে পুলিশের
বিশেষ মুভমেন্ট পাস।
কোভিড-১৯ -এর পরিস্থিতিতে অনলাইনে আবেদনের মাধ্যমে যথাযথ কারণ
দেখিয়ে বাইরে যাবার এবং ভেতরে আসার সুযোগ খোলা রাখছে বাংলাদেশ পুলিশ।
https://movementpass.police.gov.bd ঠিকানায় গিয়ে আবেদনের মাধ্যমে পাস সংগ্রহ করা যাবে।
যদিও, আবেদন ফর্মটি এখনো ডেমো আকারে আছে। অপশনটি খুব শীঘ্রই চালু হবে।
![]() |
পুলিশের মুভমেন্ট পাস |
উক্ত
লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে মুভমেন্ট পাস-এর জন্য আবেদন করতে
পারবেন।
মুভমেন্ট পাস-এ ক্লিক করলেই মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন চলে আসবে। এরপর,
একটা ওটিপি এসএমএস সেই নাম্বারে চলে যাবে। সেই ওটিপি নাম্বারটি বসিয়ে দিলেই আবেদন
শুরু করতে পারবেন।
কোন মন্তব্য নেই