বিড়ি-সিগারেটসহ সকল তামাকজাত পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির সাময়িক বন্ধের অনুরোধ!
![]() |
বিড়ি-সিগারেটসহ সকল তামাকজাত পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির সাময়িক বন্ধের অনুরোধ প্রতীকী ছবি |
করোনাভাইরাসের মহামারি থেকে দেশের জনগণকে রক্ষা করতে শিল্প মন্ত্রণালয়কে
বিড়ি-সিগারেটসহ সকল তামাকজাত পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির সাময়িক বন্ধের অনুরোধ জানানো হয়েছে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। গত সোমবার ১৮-ই মে এই অনুরোধ জানানো হয়।
তামাকজাত দ্রব্য যেমন বিড়ি, সিগারেট গ্রহণ কোভিড-১৯-এর সংক্রমণ বাড়িয়ে তোলে বলে
জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তামাক গ্রহণে নিরুৎসাহিত
করেছেন বলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অনুরোধ জোরদার করা হয়েছে।
সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে, ধুমপায়ীদের মধ্যেই বেশি শ্বাসকষ্ট দেখা দেই,
এবং কোভিড-১৯, এই ধুমপায়ীদের মারাত্মক ক্ষতি সাধন করতে পারে,
ও তাদের মৃত্যুর ঝুঁকি ১৪ ভাগ বেশি থাকে।
বাংলাদেশ
ছাড়াও, প্রতিবেশী দেশ ভারতসহ কয়েকটি দেশে তামাকজাত দ্রব্য সেবনে
সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বহুদিন আগেই।
কোন মন্তব্য নেই